টিপ্পনী

খবর: (ঝিনাইদহে সওজ নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ)

কোটি কোটি টাকার ওপর
বসে থাকেন তিনি,
ঠিকাদারের পয়সা নিয়ে
করেন ছিনিমিনি।

আত্মসাতের হিড়িক তুলে
পয়সা করেন গায়েব,
সহজ মানুষ নয়তো মোটেও
উনি সওজ সাহেব।

তেলেসমাতি কাণ্ড করে
শুধু টাকা বাগান,
অন্য মতের মানুষ এলেই
কায়দা করে ভাগান।

দুর্নীতিতে নেই তুলনা
লোকটা খুবই পেটুক,
রাজস্ব দেয় ফাঁকি গোটা
হাদানে পায় যেটুক।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment