টিপ্পনী:

খবর: (হরিণাকু-ু রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের পর এবার গায়েব নিয়ে তোলপাড়)

সাহেবকে ঘুষ দিয়ে
কিছু টাকা পুশ দিয়ে
দলিলটা গুম হয়
এই কথা শুনলে কী
কারো চোখে ঘুম হয়?

ঘুম নেই ঘুম নেই
কাজে কাজে ধুম নেই
এভাবেই চলছে;
ঘুষখোর নিয়ে দেশ
দাউ দাউ জ্বলছে।

সাধারণ মানুষের
কষ্টের শেষ নেই
কারো মন ফ্রেশ নেই
আন্ধারে কালো সব
ভালো সব ভালো সব
ছি!
করা যাবে কী?

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment