টিপ্পনী:

খবর:(চুয়াডাঙ্গার হিজলগাড়িতে স্কুলছাত্রীকে ইভটিজিঙের দায়ে প্রাইভেট শিক্ষক ওসমানের কারাদ-)

নয় নিরাপদ নারী;
সুযোগ পেলেই পুরুষ মানুষ
ঘটায় কেলেঙ্কারি।

স্যার-শিক্ষক এমন যদি
কার কাছে যায় তারা,
সরলতার সুযোগ নিয়ে
সব কিছু হয় সারা
হায়রে কপাল হায় মসিবত
এটা কেমন ধারা।

ভ- স্যারের দ- হলো
সবাই হাসে তাই
ডান্ডাবেড়ি পরে সাহেব
জেলহাজতে যায়।

বেশতো মজা বেশ;
ফাজিল স্যারের শাস্তি দেখে
হয়রানি সব শেষ!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment