টিপ্পনী:

 

খবর: (  সরোজগঞ্জ-খাসকররা সড়কে গাছ ফেলে ডাকাতি  )

 

ডাকাত চোরের আড্ডা দেশে

যায় করে লুটপাট,

আমার তোমার টাকায় ওদের

হচ্ছে বাজার হাট।

 

জিম্মি দশায় পড়ে আছি

খাচ্ছি কতো মার,

সারা জীবন যাচ্ছি বলে

বলাই কেবল সার।

 

ঘর ডাকাতি দোকান পাটও

সড়কে হয় লুট,

ব্যবসাপাতির লাভ যা আসে

তিলেকে হয় ভুট।

 

ওত পেতেছে লুটেরা চোর

হচ্ছে মানুষ খুন,

বললে এসব হয় পুলিশের

মুখ শুকিয়ে চুন।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment