টিপ্পনী – মাদক

আহাদ আলী মোল্লা

মাদক
আহাদ আলী মোল্লা

চোলাই মদের বাহার চলে
যুব সমাজ ডুবছে জলে
পাচ্ছি আমি টের,
হঠাৎ দেখি থলের বেড়াল
যাচ্ছে হয়ে বের।

মদের নেশায় বেঘোর নারী
হায় রে এ কী কেলেঙ্কারি
আমরা হলাম শেষ,
নেই ভালো নেই আগের মতো
গ্রামীণ পরিবেশ।

চলছে মাদক বিকিকিনি
করছে কারা তাদের চিনি
বলতে আছে বারণ,
বলবো না সেই কারণ আমি
বলবো না সেই কারণ।

সূত্র (জীবননগরে নারীসহ দুজন আটক, চোলাই মদ উদ্ধার)

Comments (0)
Add Comment