টিপ্পনী-ব্যবসাপাতি

আহাদ আলী মোল্লা

ফেনসিডিলের রসে শরীর-
গা করে শিরশির,
বোতল ভরে পাচার করে
হিজড়া জাহাঙ্গীর

ফেনসিডিলের রাঙা পানি
বেচে তোলে দালান,
আজকে যদি রংপুরে দেয়
কালকে ঢাকায় চালান।

কিন্তু সেদিন ভুল হয়ে যায়
হিসাব নিকাশ সকল
ডিবি পুলিশ ধরে তাকে
দিলো বেজায় ধকল।

এখন আছে কারাগারে
কপালখানা মন্দ,
তাই তো জাহাঙ্গীরের যতো
ব্যবসাপাতি বন্ধ

সূত্র: (ফেনসিডিল পাচারকারী ছদ্মবেশী জাহাঙ্গীর গ্রেফতার)

Comments (0)
Add Comment