টিপ্পনী – ডাকাত

আহাদ আলী মোল্লা

ডাকাত
আহাদ আলী মোল্লা

ডাকাত আছে অনেক রকম
সবাই সেটা বোঝে না,
কলম-খাতার ডাকাতকে কেউ
লাইট জে¦লে খোঁজে না।

ওপেন যারা গয়না কাড়ে
আবার কিছু ফেলে যায়,
এমন মানুষ মাঝে মাঝেই
পড়লে ধরা জেলে যায়।

কিন্তু যেসব বড় ডাকাত
চেয়ার দখল করে আছে,
ওপর তলার মামু-খালুর
দুই পা চেপে ধরে আছে-

তাদের যদি ডাকাত বলো
তোমরা তাবৎ ফেঁসে যাবা,
পার পাবা না কোনো রকম
বানের জলে ভেসে যাবা।

পুঁচকে ডাকাত ধরে ধরে
কী লাভ এত বড়াই করে?

সূত্র (মহেশপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক)

টিপ্পনী
Comments (0)
Add Comment