টিপ্পনী – খুন 

আহাদ আলী মোল্লা

খুন 

আহাদ আলী মোল্লা

আমরা কোথায় আছি বলুন
কোথায় থাকি খাই;
ভয় লাগে খুব বাঁচার কোনো
ঠিক ঠিকানা নাই।

আমরা থাকি নিজের ঘরে
থাকি নিজের বাড়ি,
কখন যে কোন হায়না এসে
দিচ্ছে ছেড়ে নাড়ি।

ছেলের পাশে মেয়ের পাশে
থেকেই বাবা খুন,
সত্যি কথা বললে আবার
মুখ পুড়ে হয় চুন।

নই নিরাপদ আমরা কেন
জবাব দিতে হবে,
অধিকারের সঙ্গে সবাই
বাঁচবো আবার কবে?

সূত্র (বিকেলে মেয়ের বিয়ে, সকালে প্রতিবেশীর হাতে বাবা খুন)

Comments (0)
Add Comment