টিপ্পনী – খবর:(চুয়াডাঙ্গা গড়াইটুপি গ্রামের রহিম মাস্টারের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ)

সরকারি গাছ কাটেন তিনি

মেপে মেপে হাঁটেন তিনি

বললে এসব রেগে মেগে

বোমার মতো ফাটেন তিনি।

 

দিনে দিনে ফোলেন তিনি

বাকি খেয়ে ভোলেন তিনি

বেখাম যতো কম্ম করে

মোকদ্দমায় ঝোলেন তিনি।

 

অনেক কিছুই করেন তিনি

নিজের পকেট ভরেন তিনি

যেইখানে যা সুযোগ আসে

দু হাত পেতে ধরেন তিনি।

 

– আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment