আহাদ আলী মোল্লা
যারা করেন বগর বগর
মুখে মারুন টেপ,
প্রশ্ন ফাঁসের জন্য কঠোর
চাচ্ছি পদক্ষেপ।
স্রোতের পানে গা ভাসিয়ে
অমন করে না ভাসিয়ে
ব্যবস্থা নিন সত্তর,
অসৎ লোকের হাতে কেন
দিচ্ছো কাগজপত্তর?
প্রশ্ন ফাঁসের যুগ জামানা
ভাল্লাগে না আর,
খারাপ কাজের কাছ থেকে তাই
চায় জাতি উদ্ধার।
ধরুন ওদের ধরুন;
ক্ষমতাধর হোক না যতোই
উচিত বিচার করুন।
সূত্র: (উচ্চ মাধ্যমিকের প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ)