টিপ্পনী – আসছে চালান

আহাদ আলী মোল্লা

টিপ্পনী
আসছে চালান
আহাদ আলী মোল্লা

আসছে চালান হেরোইনের
আসছে চালান গাঁজার,
রমরমা খুব আশেপাশের
ফেনসিডিলের বাজার।

যুব সমাজ ভাসছে এখন
মাদক মাদক নেশায়,
অনেক মানুষ যোগ দিয়েছেন
মাদক বেচার পেশায়।

আসছে মাদক কোত্থেকে তার
কজন রাখেন খবর,
আসছে নতুন ইয়াবা তাই
ব্যবসা এখন যবর।

কেউ ধনী হয় মাদক বেচেই
কেউ হয়ে যায় ফতুর,
যারাই দেশের নাটের গুরু
তারাই কেবল চতুর।

সূত্র:(মেহেরেপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক)

Comments (0)
Add Comment