-আহাদ আলী মোল্লা
রোজার হাটে গিয়ে এখন
ঠকছে গরিব ভোক্তারাই,
লকডাউনের এই সময়ে
খুব অসহায় লোক তারাই।
মহাজনের কারসাজি সব
আকাশ ছোঁয়ায় মূলকেও,
সঠিক দামে জিনিস বেচুন
এমন দাবি তুললো কেউ?
চড়া দামের এই বাজারে
গা সওয়াভাব কর্তাদের,
উপরি কামাই আছে বলেই
গায় লাগে না দর তাদের।
সাধারণের করুণ দশা
বাড়ছে সাথে বাজারও,
কোভিড উনিশ ফেলছে প্রভাব
তাই তো কাহিল আজ আরো।
সূত্র: (চুয়াডাঙ্গার বাজারে ভোক্তা অধিকারের অভিযান)