টিপ্পনি

খবর: (চুয়াডাঙ্গার বেগনগরে রমরমা জুয়ার আসর ধ্বংসের পথে যুবসমাজ)

এই মাদকের ধ্বংস লীলা
তার কী ভয়াল তা-বে;
যুবসমাজ রসাতলে
দেশের সুনাম-মান ডোবে।

তরুণ কিশোর যুবক যতো
অকাতরে ফেঁসে যায়,
বাইরে ঘরে মাদক শুধু
মর্যাদা সব ভেসে যায়।

পাচার করে আনছে মাদক
চিহ্নিয় নয় কারা সে,
বর্ডার খোলা তাইতে মাদক
দিনে বারাংবার আসে।

রাঘব কারা বোয়াল কারা
তবিল পকেট ভরতে চায়,
সময় খারাপ আজ এখনই
কারবারিকে ধরতে চাই।

– আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment