টিপ্পনি

খবর: (চুয়াডাঙ্গার শৈলমারী গ্রামে দরিদ্র গৃহবধূকে ধর্ষণ)

 

খেড়ো খোদা বকশো যারা

তাদের আবার কিসের মান

এই সমাজের প্রভাবশালী

ওরাই হলেন মানিক চান।

 

আমরা করি মোসাহেবী

যতোই পিঠে খাচ্ছি মার,

হুজুর হুজুর সেলাম ঠুকি

জানাই আদাব নমস্কার।

 

চামচামিতে আমরা পটু

তাই আমাদের ভাঙতে ঘর,

মান সম্মান নিচ্ছে লুটে

মশলা খাওয়া মাতুব্বর।

 

এবার রুখে দাঁড়াও

করবি সমাজ ছাড়া।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment