টিপন্নী

এবার ফাঁকি দিলে
একটু বাতাস দেখেই বাতি
মুখ করেছে ভার,
এত্ত তেলাই অত্ত তেলাই
জ্বলছে না তাও আর।

মেঘ দেখে তার পরান কাঁপে
বিদেশ পালায় নি¤œচাপে
যেই না ওঠে ঝড়,
ওই বিদ্যুত মরে ভয়ে
বুক করে ধড়ফড়।

কোন জগতে পালায় গিয়ে
পাইনে খুঁজে তাকে
একটু গরম একটু হাওয়া
উঠলে তাকে যায় না পাওয়া
গুপ্ত হয়ে থাকে।

তুই বিদ্যুত বিরাট পাজি
জানিস ব্যাটা কী কারসাজি
নিস তো মাসিক বিল
এবার ফাঁকি দিলেই খাবি
পিঠের ওপর কিল।

সূত্র: (জীবননগরে এক মেঘেই ১৫ ঘণ্টা বিদ্যুতবিচ্ছিন্ন)

Comments (0)
Add Comment