কুককুরু
আহাদ আলী মোল্লা
আদাব নিয়ো গুরু
ডাঁটের সাথে করলে মজার খুন-ধর্ষণ শুরু
নইচে জিনিস ধরে ধরে
রঙ্গলীলা করে করে
ডেরায় বসে মোরগ তুমি ডাক দিতে কুককুরু।
তোমার অনেক গুণ
বাগড়া দিলে কোনো কাজে করতে গুলি খুন
কার বা ছিলো বলার জো
তোমায় ছাড়া চলার জো
কোনো অপরাধেই আগে হয়নি কোনো ঘাট
সিংহাসনের অধিপতি রাজা বা স¤্রাট-
সবাই পেতো ভয়
রাম ভগবান কৃষ্ণ গুরু যদি বেজার হয়।
গুরু তোমার খেজালতের খুললো মুখোশ ঠিক
লোকে জানায় ধিক
জেলে গেলে তাই সকলেই হাসিতে ফিকফিক।
সূত্র: (ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষণা)
২৮.০৮.২০১৭