বাইরে খুবই কড়াকড়ি
সমাজটা যায় রসাতলে
নেশার চক্রে জড়াজড়ি,
বাঁচার আশায় অভিভাবক
করছে খুবই নড়ানড়ি।
হচ্ছে না কাজ কোনোমতেই
ফেন্সি-গাঁজার গড়াগড়ি,
আজকে আটক কালকে ছাড়া
পিকআপ ভ্যানে চড়াচড়ি।
রাঘব ঘোরে পুঁটির কোমর
হাতে ওঠে দড়াদড়ি,
ছাত্র করে মাদক সেবন
কোথায় তাদের পড়াপড়ি
নেশার খাবল সবখানে আজ
মাদকেরই ছড়াছড়ি,
ভেতরে ঘুষ খায় পুলিশে
বাইরে খুবই কড়াকড়ি।
সূত্র: (দামুড়হুদায় ফেনসিডিল-গাঁজাসহ দুজন আটক)