ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভার সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) অবহিতকরণ ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ পৌর মেয়রের পক্ষে সমঝোতা স্বাক্ষর করেন সচিব আজমল হোসেন এবং ব্রাকের পক্ষে স্বাক্ষর করেন ব্রাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মসূচি প্রধান হাছিনা মোশরোফা। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, বশির উদ্দিন, ফারহেনা রেজা আঞ্জু, বুলবুলি ইসলাম, সুফিয়া বেগম, মহিউদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা ও পরিবেশবিদ মাসুদ আহমেদ সঞ্জু। অনুষ্ঠান শুরুতেই ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন ব্র্যাকের আরবান ডেভলপমেন্ট প্রকল্পের (ইউডিপি) কর্মসূচি প্রধান হাছিনা মোশরোফা। অনুষ্ঠান থেকে জানানো হয়, ঝিনাইদহ পৌরসভার স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে আরবান ডেভেলপমেন্টে প্রকল্পের আওতায় পৌরসভা যৌথভাবে কাজ করছে। পৌর এলাকায় আগামী ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ওই প্রকল্পের মাধ্যমে বস্তিবাসীর স্বাস্থ্য, শিক্ষা, বিশুদ্ধ পানি, নিরাপদ মাতৃত্ব ও উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ড্রেন উন্নয়নের ক্ষেত্রে সার্বিক বিষয়ে কাজ করবে বলে জানা গেছে। এছাড়াও বস্তিগুলোর উন্নয়ন করা হবে। সেই সাথে বস্তিবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।