আহাদ আলী মোল্লা
শিক্ষক বটে তিনি
ফাজিলের আঁটি,
তার কাছে যাওয়া মানে
পড়াশোনা মাটি।
পিটপিটে চোখ দুটো
কুতকুতে থোড়া,
যদি রাখো চোখে চোখ
শেষ আগাগোড়া
মাস্টারি পেশা টুকু
আকামের লাগি,
মূল কথা উনি খুব
এলাকার দাগী।
নষ্টের তিলেখাজা
বেতমিজ লোক,
তার পচা দৃষ্টিটা
ঝাঁটাপেটা হোক।
সূত্র: (আলমডাঙ্গা মুন্সিগঞ্জের কোচিং শিক্ষক শাহিনের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ)