আহাদ আলী মোল্লা
হামবড়া ভাব নিয়ে মানুষ
মারলে ধরে বেঁধে,
এখন কেন আহাজারি
দু’চোখ ভাসাও কেঁদে।
কোথায় তোমার লিডার ডাকো
জানি সে আর আসবে নাকো
গোঁজের গোড়ায় সব পাকামো
লেজ গুটিয়ে ঘোচে;
নেতার নেতাও পড়লে ঠেলায়
কেঁদে দু’ চোখ মোছে।
ম্যান্তা নাদান সরল সোজা
নরম মানুষ দেখে,
তার ওপরে তুললে লাঠি
তোমরা মরদ কে কে?
তারা এবার শুনে রাখুন
নতুন বয়ানখানি;
তাদের চোখেও সমানভাবে
ঝরবে লোনা পানি।
সূত্র: (মহেশপুরে গাছে বেঁধে নির্যঅতনের ঘটনায় একজন আটক)
০৪.০৮.২০১৭