জীবননগর ব্যুরো: জীবননগরে ভৈরব সাহিত্য দর্পণের ১ম সমায়িকী সংখ্যার মোড়ক উন্মোচন ও মহাকবি মাইকেল মধুসূধন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাবে কার্যালয়ে ভৈরব সাহিত্য সংসদ এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে মধুসূধন বইয়ের লেখক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও ভৈরব সাহিত্য দর্পণের মোড়ক উন্মোচন করেন।
ভৈরব সাহিত্য সংসদের সভাপতি ডা. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব সাহিত্য সংসদের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন মল্লিক ও প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু। ভৈরব সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, ভৈরব সাহিত্য সংসদের সহ-সভাপতি আজিজ হোসেন, সহ-সভাপতি মাজেদুর রহমান লিটন, পিএইচডি গবেষক এসএম ফয়সাল, প্রমিত বাংলা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন, শিক্ষক আহমদুল হক তুহিন, কবি আজিজুর রহমান ও কবি আবুল বাশার।