জীবননগরের আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিককে সংর্বধনা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৪০০ বছরের ইতিহাস লেখক ও সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংর্বধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সাহিত্য পরিষদের উদ্যোগে এ সংর্বধনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে সভায় লেখকের উদ্দেশে উৎর্সগকৃত স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট সাহিত্যিক আব্দুল হামিদ ফকির, আলোচনা করেন সাহিত্য পরিষদের সহসভাপতি মোল্লা রকিব উদ্দিন, সাধারণ সম্পাদিকা আশরাফুন নাহার শোভা, শংষ্কর প্রমানিক, নাইমুর রহমান, খাইরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন খাজির আহম্মদ, একরাম হুসাইন, পিয়াল হুসাইন, তমাল হোসেন, আসলাম হোসেন ও রাকিব হোসেন। সভা শেষে সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ লেখক নারায়ণ ভৌমিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম রেজা, আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থার ধারাভাষ্যকর সঙ্গীত শিল্পী শেখ রাশেদুল ইসলাম রাশেদসহ অনেকে ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।

Comments (0)
Add Comment