জীবননগরের আন্দুলবাড়িয়ায় ভৈরব সাংস্কৃতিক সংগঠনের কমিটি গঠন

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ভৈরব সংস্কৃতিক সংগঠনের স্বপন চক্রবর্তী সভাপতি ও মীর মাসুউদুল খালেক বুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩ টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টাম-লী ও ১৫ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সাহিত্য পরিষদ ও প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে আলোচনাসভায় বক্তব্য রাখেন সম্মিলিত সংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শেখ শাফায়েতুর রহমান সান্টু, সম্মিলিত সংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আলা উদ্দিন, সদস্য সচিব নজির আহম্মদ, বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বিশিষ্ট সমাজসেবক মহাসীন আলী খান, শিক্ষক শেখ সেকেন্দার আলী, আসাউল হক গোলাপ, সাহিত্যিক আব্দুল হামিদ ফকির ও নাঈমুর রহমান খান। কমিটির উপদেষ্টাম-লীগণ হলেন, ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, শেখ সাফায়েতুর রহমান সান্টু, মহাসীন আলী খান, শেখ সেকেন্দার আলী ও সাংবাদিক নারায়ণ ভৌমিক। অন্যান্য সদস্যগণ হলেন, সহ সভাপতি মোল্লা ফখরুল ইসলাম টুটুল, সহসাধারণ সম্পাদক খান তারিক মাহমুদ, কোষাধ্যক্ষ স¤্রাট, সংগীত বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দফতর সম্পাদক শেখ হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক হাবিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সাইদুল, আবুল হোসেন, হুমায়ন কবীর হিরো, শেখ সামাদুল ইসলাম, খবির উদ্দিন ও রকিবুল ইসলাম রকি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট সমাজকর্মী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল।

Comments (0)
Add Comment