জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙ্গালী জাতির অহঙ্কার

কার্পাসডাঙ্গায় আটচালাঘর সংলগ্ন দর্শনার্থী বিশ্রাম শেডের উদ্বোধনকালে জেলা প্রশাসক
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: বর্তমান বিশ্ব পরিস্থিতে জাতীয় কবি কাজী নজরুলের চেতনার বিকাশ অতিব জরুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালী জাতির অহঙ্কার। আর্তমানবতার পাশে থাকার জন্য তিনি আহ্বান করে অজস্র কবিতাবলী রচনা করে গেছেন। তিনি তার রচনা সমগ্র দিয়ে বাঙ্গালী জাতিকে বুঝিয়ে গেছেন সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে কেউ নেই। গতকাল রোববার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দর্শনার্থী বিশ্রাম শেডের উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবি নজরুল ইসলাম কিভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে কিভাবে মুক্তি আনতে হবে। জ্ঞান বিকাশের ক্ষেত্রে নজরুল রচনাবলী এক গুরুতপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা নজরুল বই পড়ে মানবতা সমন্ধে ধারনা লাভ করে। শিক্ষার্থীদের উদ্দ্যশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি যারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বা তাদের নিয়ে মানুষ গবেষনা করে তাদের ইতিহাস পড়বে তাহলে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, আর্ন্তজাতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রবিউল হোসেন শুকলাল, আটচালাঘর মালিক প্রকৃতি বিশ্বাস, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আক্কাস আলী, শিল্পী রঘুনাথ পাল, কবি আকলিমা, নিশাত শারমিন সোনিয়া, সাবেক ইউপি সদস্য আপেল হোসেন, ইউপি সদস্য আলমগীর, বিল্লাল হোসেন, মাহবুর, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, আনেহার খাতুন, সুমিয়া খাতুন, যুবলীগ নেতা শরীফুজ্জামান শরীফ, শফিউদ্দিন, মুকুল হোসেন, মেসকাত প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

 

Comments (0)
Add Comment