জনরোষ

আহাদ আলী মোল্লা

ভাতা’র টাকা যাতার টাকা
বাগিয়ে খান ওরা,
ওপরে বেশ ভদ্রবেশী
তলায় তলায় চোরা।

সারা জীবন করে ওরা
পরের টাকায় লোভ,
দিনে দিনে তাই সমাজে
হয় শুরু বিক্ষোভ।

বিপদ বুঝে মারিং টাকা
ফেরত দিলো তারা,
মান সম্মান মর্যাদা সব
হলো তাদের সারা।

ধান্দা করার কাল গিয়েছে
বুঝে শুনে থাকো,
এই জনগণ ক্ষেঁপলে বাবা
সময় দেবে নাকো।

সূত্র: (আলমডাঙ্গায় ভাতা আত্মসাতের পর জনরোষের মুখে ফেরত)
০১.০৮.২০১৭

 

Comments (0)
Add Comment