ছোট চোর বড় চোর

টিপ্পনী

চোরের গলায় তেজ বেশি তাই
চিল্লে গলা ফাড়েন,
সুযোগ পেলেই লোকের যতো
পয়সা-কড়ি কাড়েন।

চোরে চোরে মাসতুতো ভাই
এটা সবাই জানেন,
ফায়দা হাসিল করতে ওরা
যুক্তি তুলে আনেন।

পান থেকে চুন খসলে নাকি
মানুষ খতম করেন
আপদ বিপদ দেখলে আগেই
অনেক দূরে সরেন।

কাজের শেষে চোর যত সব
মুচকি মুচকি হাসেন,
ছোট চোরের মাজায় দড়ি
বড় চোর কি ফাঁসেন?

সূত্র: ঝিনাইদহে চোরের ঘুষিতে পাহারা নিহত।

Comments (0)
Add Comment