আহাদ আলী মোল্লা
বাস্তুহারা রোহিঙ্গারা আজ যাবে কোন
ঠিকানায়
সারা জীবন বাঁচার লড়াই বরাতে সুখ
লিখা নাই।
পয়সাকড়ি নেই কিছু আর অন্য কোনো
সম্বলও
খুব অসহায় তাদের নিয়ে বাড়তি কথা
কম বলো।
ওদের ঘরে জ্বলছে আগুন হচ্ছে খুনের
শিকারও
এর প্রতিবাদ করার মতো সামর্থ নেই
কি কারো?
হাজার হাজার লাশের সারি বিশ্ব তবু
নির্বিকার
জাতিসংঘ তুই ব্যাটা চুপ দিন গেলে চুল
ছিঁড়বি কার?
সূত্র: (রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়েছে)