আহাদ আলী মোল্লা
যারা যত কৌশলে ওই পথ ধরবে
ঠাঁই নেই ঠাঁই নেই সব ব্যাটা মরবে
ছেড়ো নাকো মাত্রা
হবে নারে জঙ্গির মোটে শুভ যাত্রা।
এই দেশ আমাদের বাঙালির রক্ত
সবুজ এই বাংলার সকলেই ভক্ত
কারো কোনো বাড় নেই
মনে রেখো ছাড় নেই
তিলেকেই হতে পারি খুব বেশি শক্ত।
হোয়ো না সশস্ত্র
আমরাও হাতে নিতে পারি ভারি অস্ত্র
ক্ষেঁপে যদি যাই দেখো
দিয়ে দেবো ঘাড়ে বেঁকো
প্রাণ নিয়ো বাঁচো যদি ছাড়ো দেশ ত্রস্ত।
সূত্র: (শোক দিবসে বঙ্গবন্ধুর বাড়ির অদূরে আত্মঘাতী বিস্ফোরণ)