চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৫৬৭ তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে এ আসর বসে। ১৫৬৭ তম এ আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। স্বরচিত লেখা পাঠ করেন বনলতা, আব্বাস উদ্দীন, মিম্মা সুলতানা, ইকবাল আতাহার তাজ, হেলাল হোসেন জোয়ার্দ্দার, কাজল মল্লিক। সভায় লেখা নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ন কবীর, হামিদুল হক মুন্সী, সরদার আলী হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরাব্বিন সানভী, মরিয়ম আক্তার, রুদ্র রাসেল, নাজমুল ইসলাম প্রমুখ।