চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আলাউল হলে এক হাজার ৫০৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, নটরাজ হারুন অর রশীদ, আবু নাসিফ খলিল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, হুমায়ুন কবীর, সুমন মালিক, সুমন ইকবাল, হোসেন মোহাম্মদ ফারুক, শহিদুল ইসলাম, রাকিব হাসান,,আনছার আলী ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ। স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন আবু নাসিফ খলিল এবং হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি আনছার আলী। প্রেসবিজ্ঞপ্তি