চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের কার্যালয় কুঞ্জ আফিয়েতে সাপ্তাহিক পদধ্বনির এক হাজার ৪৯৯তম আসর অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, রোকসানা জেবা, আনছার আলী, আবু নাসিফ খলিল, তপন কুমার পাল, মো. নুরুজ্জামান, ইদ্রিস মন্ডল, হোসেন মোহাম্মদ ফারুক, আশিকুজ্জামান আসাদ, সুমন ইকবাল, কবি নজমুল হেলাল প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান এবং  চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সভাপতি অ্যাড. বজলুর রহমান। স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ইনস্ট্রাক্টর তপন কুমার পাল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহ-সভাপতি আনছার আলী এবং গোলাম কবীর মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুমন ইকবাল।

Comments (0)
Add Comment