স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাহিত্য পরিষদের কার্যালয় কুঞ্জ আফিয়েতে এক হাজার ৪৯৫তম আসরে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন খন্দকার রোকনুজ্জামান, গোলাম কবীর মুকুল, আবু নাসিফ খলিল, সুমন মালিক, হুমায়ূন কবীর, এমএ মামুন, হারুন অর রশিদ, তপন তুমার পাল, শিরোনাম মেহেদী, ডা. তোফাজ্জল হোসেন, সুমন ইকবাল, চিত্তরঞ্জন সাহা চিতু, আসাদুজ্জামান আসাদ, কাজল মাহমুদ, লিয়ন খন্দকার প্রমুখ। স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। ইংরেজি সাহিত্যের উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল। চিয়ারত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহসভাপতি অ্যাড. বজলুর রহমান এবং খন্দকার রাবিয়া খাতুন রাবু।