চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: স্বরচিত লেখা পাঠ, চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ, কবির কর্ম জীবনের ওপর আলোচনা এবং সাহিত্য আড্ডার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৪৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন  পরিষদের সহসভাপতি আবুল কাশেম। শুরুতে চিরায়ত সাহিত্য থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনান অ্যাড. বজলুর রহমান। বাঙালির জীবনে কবিগুরুর প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন অধ্যাপক আব্দুল মোহিত। স্বরচিত লেখা পাঠ করেন, অধ্যাপক আব্দুল মোহিত, অমিতাভ মীর, গোলাম কবীর মুকুল, জাহিদুল ইসলাম, খালেকুজ্জামান, কাজল মল্লিক, শওকত আলী, ডা. কামরুজ্জামান, হেলাল হোসেন জোয়ার্দ্দার, আনছার আলী, সুমন রশিদ, আহাদ আলী মোল্লা, হুমায়ূন কবির মৃধা, মাসুদ পারভেজ প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন, অধ্যাপক আব্দুল মোহিত, আবুল কাশেম, অমিতাভ মীর, আনছার আলী, অ্যাড. বজলুর রহমান ও আহাদ আলী মোল্লা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয় লেখিয়ে বন্ধুদের পদধ্বনি আসরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Comments (0)
Add Comment