চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি-১৪৮৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শহীদ আলাউল হলে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। সাহিত্য আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, এম এ মামুন, আনছার আলী, হুমায়ুন কবীর, সাইমুন কবীর পিয়াস, শওকত আলী বিশ্বাস, সুমন ইকবাল, হারুন অর রশিদ, সুমন মালিক, আশিকুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, ডা. তোফাজ্জল হোসেন, চিত্তরঞ্জন সাহা চিতু, খোন্দকার রোকনুজ্জামান, কবি নজমুল হেলাল প্রমুখ। স্বরচিত লেখার ওপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর খোন্দকার রোকনুজ্জামান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। অনুভূতি ব্যক্ত করেন ডা. হেদায়েত উল্লাহ এবং খাসখবর পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ পিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন হামিদুল হক মুন্সি, অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, হোসেন মোহাম্মদ ফারুক। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Comments (0)
Add Comment