চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আলাউল হলে সাহিত্য আসর ‘পদধ্বনি’ এক হাজার ৪৭৩তম আসরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অর্থসম্পাদক আনছার আলী। স্বরচিত লেখা পাঠ করেন শওকত আলী বিশ্বাস, মো. আনছার আলী, আবু নাসিফ খলিল, সুমন মালিক, হুমায়ুন কবীর, সুমন ইকবাল, ডা. তোফাজ্জল হোসেন, মো. নুরুজ্জামান, হারুন অর রশিদ, এমএ হামিদ প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে অভিজ্ঞতা শেয়ার করেন রিচার্ড রহমান, ডা. হেদায়েত উল্লাহ এবং হোসেন মোহাম্মদ ফারুক। স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন আনছার আলী, হুমায়ূন কবীর এবং শওকত আলী বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। বিজ্ঞপ্তি।