স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এক হাজার ৪৩৬তম এই আসরের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি নজমুল হেলাল। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। স্বরচিত লেখা পাঠ করেন নাট্যজন মো. আলাউদ্দীন, ডা. হেদায়েত উল্লাহ, জামাল উদ্দীন, আনছার আলী, সার্থক আলীম, আব্দুল হামিদ, রতন কুমার শর্মা, মুর্শিদ, হারুণ অর রশিদ, মাসুদ রানা, তৌহিদ আকবর অন্তু, সালমা খাতুন, রাবেয়া খাতুন, জান্নাতুল মাওয়া লিমু। চিয়ারত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন ফারিন আমির। গজল পরিবেশন করেন আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক আনসার আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, হোসেন মোহাম্মদ ফারুক, সুমন ইকবাল, গোলাম কবীর মুকুল, গিয়াস উদ্দীন টিটোন, ডা. তোফাজ্জেল হোসেন, হোসেন জাকির, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বিশিষ্ট গবেষক, বাংলা একাডেমির সভাপতি এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আজকের সাহিত্য আসরের সমাপনী ঘোষণা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সভাপতি কবি নজমুল হেলাল। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ আয়োজিত পরবর্তী সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সাহিত্যের লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে-কেউ প্রতি শুক্রবার বিকেলে অনুষ্ঠেয় এই সাহিত্য আসরে অংশগ্রহণ করতে পারেন। প্রতি শুক্রবার বিকেল ৪টায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানানো হল পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।