স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে ‘পদধ্বনি’অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদ কার্যালয়ে এক ৫৬৬তম সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ। স্বরচিত লেখাপাঠ করেন গোলাম কবীর মুকুল, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, গুরু কাজল মল্লিক, সহিদুল ইসলাম, লতিফা রহমান, বনলতা, সুমন মালিক ও মুরশীদ আলম। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল ও ইকবাল আতাহার তাজ।
উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার পদধ্বনি আসর বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আগামী এপ্রিল মাসে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে বিকাল ৪টায় পদধ্বনি আসর অনুষ্ঠিত হবে।