চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর

পদধ্বনি অনুষ্ঠিত : উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছায় বরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৫৬৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত লেখাগুলোর ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ। অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিশিষ্ট গবেষক অধ্যাপক আব্দুল মোহিত। প্রতুল মুখোপাধ্যায়ের লেখা পাঠ করে সকলের নজর কাড়েন অ্যাড. বজলুর রহমান। স্বরচিত কবিতা আবৃত্তি করেন খন্দকার রাবেয়া খাতুন রাবু, সুমন মল্লিক, আব্বাস উদ্দীন, শওকত আলী বিশ্বাস, চিশতী এম এ হামিদ, হুমায়ন কবির, বনলতা, শহিদুল ইসলাম ও হেলাল হোসেন জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি তৌহিদ হোসেন, আনসার আলী, গোলাম কবির মুকুল, কাজল মাহমুদ, রাজিব আহমেদ, মেহেরাব্বিন সানভী, আকিব তৌফিক চৌধুরী, আবু আসিফ খলিল, হাবিবুর শেখ প্রমুখ। পরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বর্তমান নির্বাহী কমিটি চারজন উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।