চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদ চত্বরে এক হাজার ৪১৯তম আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন তৌহিদ আকবর অন্তু, মুনতাছির সাফিন, আব্দুর রহমান, শোয়েব আক্তার, সুমন ইকবাল, ইব্রাহিম খলিল, আনসার আলী, নজির আহমেদ ও অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, অমিতাভ মীর প্রমুখ। মেজর রফিকুল ইসলামের (পিএসসি) লেখা একাত্তরের মুক্তিযুদ্ধ গ্রন্থের কিছু অংশ বিশেষ পাঠ করেন নজির আহমেদ। চিরায়ত লেখা থেকে পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। পঠিত লেখার ওপর আলোচনা করেন ইব্রাহিম খলিল, নজির আহমেদ, শাহজাহান আলী বিশ্বাস, আনসার আলী ও কবি নজমুল হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনসার আলী। প্রতি শুক্রবারে বিকালে অনুষ্ঠিত ‘পদধ্বনি’’ আসরে লেখিয়ে বন্ধু, সাহিত্যানুরাগীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে-কেউ এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি।

Comments (0)
Add Comment