গতকাল বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। ১৪৩৭তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন মুসতায়িন, মুশফিক, জুবায়ের হাসান, সালমা খাতুন, মুসলিমা আক্তার, নটরাজ হারুন, আশিকুজ্জামান আসাদ, ফয়সাল আহমেদ, সুমন মালিক, গোলাম মোহাম্মদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট আর্টিস্ট ও গল্পকার গোলাম মোহাম্মদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থাগারিক সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন ইকবাল, কাজল মাহমুদ, গোলাম কবীর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, ইভা খাতুন।-প্রেস বিজ্ঞপ্তি।