স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার অপ্রতিরোধ্য প্রেমের কবি চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসানের ষষ্ঠ মৃত্যুবার্ষকী পালিত হয়েছে। চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ। লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দারের সভাপতিত্বে কবি ময়নুল হাসানের স্মরণসভা, দোয়া মাহফিল ও লেখা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনার করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন। গত শনিবার বেলা ৩টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় কবির কাব্যিক জীবন ও তার লেখা কবিতা নিয়ে বিশদ আলোচনা ও স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, রবিউল হোসেন সুকলাল, সার্থক আলীম, জাকিয়া সুলতানা ঝুমুর, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সুরেশ কুমার আগরওয়ালা ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। স্মৃতিচারণ ও লেখা পাঠ করেন বনলতা, অশোক দত্ত ও আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন ফেরদৌসি বেগম মায়া, ওকায়েৎ হোসেন, আফরোজ, দিলরুবা খানম, হোসেন মোশাররফ, কিংকর কুমার দে, হারুন অর রশিদ, মশিউর রহমান বাবু, একেএম ইউসুফ হাসান ও মোবাশ্বিরুল কারিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।