চতুর্দিকে ফাঁক

আহাদ আলী মোল্লা

দখলদারের শক্ত মাজা হয় না সাজা কারণ
ওসব বলার সাহস কোথায়; বারণ আছে বারণ
কাটছে মাটি গড়ছে ঘাঁটি তুলছে অনেক দোকান
এ কান দিয়ে বললে কিছু বের করে দেয় ও কান।

এর পেছনে শক্তি আছে ভক্তি আছে মদদ আছে কার
সবার আগে তাই জানা দরকার
খাল দখলে আজ সকলে মাতলে এমন করে
পানি পানি করে সবাই হয়তো যাবো মরে।

কিন্তু কথা শোনার কে বা এসব কিছু গোনার কে বা আছে
তা বলি কার কাছে
দিন দুপুরে হচ্ছে চুরি খাল ডাকাতি বাহাদুরি
লোপাট এবং ছিনতাই
আমজনতার কপালে হাত কী বাজিমাত আছে ভীষণ চিন্তায়।

কিন্তু যাদের দেখার কথা বলার কথা; ওসব এখন তলার কথা
থাক;
আসল কথা গোড়ায় গলদ, ঢাকবা কোথায় চতুর্দিকে ফাঁক।

সূত্র (আলমডাঙ্গায় কুমার নদের পাড় দখলের মহোৎসব)

Comments (0)
Add Comment