টিপ্পনী
গুড বাই
ফেনসিডিলের আসর থেকে
পুলিশও হয় আটক,
এটাই চরম বাস্তবতা
নয় সিনেমা-নাটক।
আমরা চরম পাচ্ছি শরম
চতুর্দিকে মাদক;
বেচছে মানুষ খাচ্ছে মানুষ
পুলিশও তার খাদক?
মাদক আমার ঘাড়ের ওপর
মাদক আমার মাথায়
তাই নেশাখোর লোকের সাথে
আত্মীয়তা পাতাই।
মাদক থেকে বখরা ওঠে
বখরা কারা খায়?
বাপরে বাবা বলবো না তা
জানাচ্ছি গুড বাই!
সূত্র: (দর্শনায় ফেনসিডিল সেবন করতে গিয়ে পুলিশ সদস্যসহ আটক ৩)