গাংনী প্রতিনিধি: শুদ্ধ সংস্কৃতির ধারণ, গঠন করে পরিচ্ছন্ন মন এই স্লোগানে মেহেরপুর গাংনীতে হয়ে গেলো সুরে সুরে আবৃত্তি সন্ধ্যা। মেঘ ভাঙা রোগ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেঘ ভাঙা রোদ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা পরিষদ মেম্বার মজিরুল ইসলাম, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, মুজিবনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুরাগী। উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু। আইরিন আক্তার লিঞ্জার সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সানোয়ার, বাপ্পিম, নির্জনা, নিরব, মুগ্ধ, জুথি, অর্পা, ঋতু ও আসমা।