গরিবানা হাল

আহাদ আলী মোল্লা

এই বাড়ে এই কমে সোনার দাম
তাতে কি বা আমার-তোমার আসে
নেই আমাদের ওতে কোনো কাম
ভেলকি যতোই দেখাক মাসে মাসে।

ডালভাত চাই আমরা সঠিক দামে
মাঝে মাঝে খিদের জ্বালায় মরি
বললে কি আর পেটের খিদে থামে
কী হবে ছাই সোনা রুপোর ভরি।

বাবারকালে পরিনি তা হাতে
সত্যি করে দরকার নেই আজও
সোনা কি আর মেশানো যায় ভাতে
হয় না ওতে কোনো রকম কাজও।

সোনার মূল্য বাড়ে বাড়–ক ডেলি
দাম কমিয়ে আনো মোটা চালের
নইলে সবার শুকিয়ে যায় বেলি
ভাবো কথা গরিবানা হালের।

সূত্র (আবারও বাড়লো সোনার দাম)

 

 

 

 

Comments (0)
Add Comment