আহাদ আলী মোল্লা
ঘরের চাউল ঘরের ডাউল
লোকটা করেন আউল ফাউল
লুঙ্গি শাড়ি মালসা হাড়ি
সবই করেন গায়েব;
গোডাউনের সাহেব।
মসলা ভরা থাকলে বোতল
উজাড় করে হবেন কোতল
মাদকটাদক তারও খাদক
গয়নাগাটি খায়েব;
গোডাউনের সাহেব।
গোডাউনে যা থাকে তা
প্রতিদিনই কমে;
সুযোগ পেলেই গাপুস গুপুস
খাবেন পুরো দমে।
খেয়ে খেয়েই শেষ
হায় রে মজার দেশ।
সূত্র (দর্শনা কাস্টমস সার্কেলের গোডাউন অফিসার শামীম বরখাস্ত)