কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমি’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এ উপলক্ষে গতকাল শুক্রবার সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে স্থানীয় মহিলা কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা, পথনাটক ‘দুই নম্বর লোক’ অনুষ্ঠিত হয়। বিকেলে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সুব্রত ব্যানার্জী বাপী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও কথা শিল্পী চঞ্চল শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক কে,এস টুটুল, ফারহানা হোসেন পুতুল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মিতুল সাইফ। ভাস্কর্য শিল্পে কাজী মনিরুল ইসলাম ঝিনু, সংগীতে পায়েল হালদার অর্থি, নৃত্যকলায় সবুজ হোসেন, ঐশী দত্ত ও সাদিয়া স্নিগ্ধা মিতালী পদক অর্জন করেন।