কেমন ভয়াল রূপ

আহাদ আলী মোল্লা

দেখুন সাহস বুকের পাটা
ওরা আমার পথের কাঁটা
মারবো ছুড়ে ময়লা ঝাঁটা
মুখে;
মারবো লাথি বুকে।

ওদের এতো সাহস কিসে
নাকি পাগল হারায় দিশে
সুযোগ পেলে ফেলবো পিষে
পাটায়;
ভূত ছাড়াবো ঝাঁটায়।

বাংলা ঝাঁটার নাংলা বাড়ি
ভাঙবো নোড়ায় দাঁতের মাড়ি
করিসেনে আর বাড়াবাড়ি
চুপ;
বাড়লে বেশি দেখবি আমার
কেমন ভয়াল রূপ।
সূত্র: (মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন)

 

 

Comments (0)
Add Comment