আহাদ আলী মোল্লা
পকেট কাটে ওরা রাতে
গলায় ধরে ছুরি
দেখায় বাহাদুরি
ওরা মোড়ল আঁধার পথে
ফলায় মাতব্বরি।
একলা চলি দোকলা চলি
আর যেখানেই যাই
কান্না শুধু পাই
রাস্তাঘাটে এক নাগাড়ে
কেবলই ছিনতাই।
রাস্তাঘাটে চলার সময়
খুব লাগে ভয় ভয়
এই বুঝি কী হয়
কেউ নিরাপদ নয়।
সূত্র (চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ-শৈলগাড়ি সড়কে ছিনতাই)