কুষ্টিয়ার পোড়াদহে আন্তঃনগর মধুমতি ট্রেন লাইনচ্যুত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ডাউন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী ৭৫৬ মধুমতি ডাউন ট্রেনটি পোড়াদহ জংশনে লাইন পরিবর্তনের সময় ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তারপর থেকে ওই ডাউন লাইনে রেল চলাচলা বন্ধ হয়ে যায়।

পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, আন্তঃনগর মধুমতি ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় খুলনা-রাজশাহী ডাউন লাইনের রেল চলাচল বন্ধ রয়েছে। ইতঃমধ্যে উদ্ধার ট্রেন প্রেরণের বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলেই ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হবে।

Comments (0)
Add Comment